করোনায় পার্ক রিসোর্ট বন্ধ : শেষ বিকেলে লাক্কাতুরা চা-বাগানে জনস্রোত
স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাসের কারণে সিলেটের বিনোদনকেন্দ্রগুলো বন্ধ থাকায় ঈদের এই সময় দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন শহরতলীর লাক্কাতুরা চা-বাগানে। এছাড়া নগরী ও শহরতলীর দৃষ্টি নন্দন উন্মুক্ত ও নিরিবিলি জায়গাগুলোতেও মানুষেরা ভিড় লক্ষ্য করা গেছে।
সরকারের বিধি নিষেধের মধ্যেও শুক্রবার (১৪ মে) বিকেলে লাক্কাতুরা চা বাগান, কাজিরবাজার ব্রীজ, ক্বিনব্রীজ, আলুরতল উদ্যান এলাকা ঘোরে দেখা গেছে বিনোদন প্রেমিদের ভিড়।
পরিবার নিয়ে ঈদ উদযাপন করতে একটু যান্ত্রিক কাঠামো থেকে বের হয়ে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থান থেকে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িতে করে মানুষ এসব স্পষ্টে আসছেন। আগতদের অর্ধেকই তরুণ-তরুণী। বাকিরা এসেছেন স্ত্রী-সন্তান নিয়ে।
এদিকে নগরীর অন্যতম বিনোদনকেন্দ্র ওসমানী শিশু উদ্যান, জাকারিয়া সিটি, ড্রিমল্যান্ড পার্ক বন্ধ থাকায় অনেকেই এসব কেন্দ্রগুলোর সামনে এসে ঘুরে যাচ্ছেন। কেউবা আবার কেন্দ্রগুলোর সামনে সেলফি তুলেই মনের বাসনা পূরণ করছেন।
বিনোদনকেন্দ্রগুলোর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে- স্বাস্থ্যবিধি মেনে তারা বিনোদনকেন্দ্র খোলার জন্য অনুমতি চেয়েছিলেন কিন্তু করোনার সংক্রমণ রোধে পাননি।