গোয়াইনঘাটে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত : আটক ৩
গোয়াইনঘাট সংবাদদাতা :
সিলেটের গোয়াইনঘাটে প্রতিপক্ষের হামলায় কামাল উদ্দিন নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি রুস্তমপুর ইউনিয়নের কুরিখলা গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।
শুক্রবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার সালুটিকর-গোয়াইনঘাট সড়কের বঙ্গবীর পয়েন্টে এ ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়- ঈদুল ফিতরের দিন সন্ধ্যায় সালুটিকর-গোয়াইনঘাট সড়কের বঙ্গবীর পয়েন্টে পূর্ব শত্রুতার জের ধরে কুরিখলা গ্রামের মৃত আব্দুল হাসিম ছেলে কামাল উদ্দিন (৫০) এবং একই গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে মস্তফা মিয়া, দুলাল মিয়া, আবুল হাসানাত, হাবিবুল্লাহ মাস্টারের ছেলে কামরান আহমদ, ইমরান আহমদ, ফয়জুল করিমের ছেলে শামীম আহমদ সাকের পেকের খাল গ্রামের সুলেমান’সহ ১৫/২০জন লোক অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে পড়েন কামাল।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কামাল উদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কামালকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ বলেন- ঈদুল ফিতরের দিন সন্ধ্যায় সালুটিকর-গোয়াইনঘাট সড়কের বঙ্গবীর পয়েন্টে পূর্ব শত্রুতার ঝের ধরে দু’টি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কামাল উদ্দিন নামের এক বৃদ্ধ গুরুতর আহত হন। গোয়াইনঘাট থানার একদল পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বর্তমানে কামাল উদ্দিনের লাশ মর্গে রয়েছে। উক্ত ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।