শায়েস্তাগঞ্জে ১৬০ পিস ইয়াবাসহ যুবক আটক
শায়েস্তাগঞ্জ সংবাদদাতা :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে র্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের একতি অভিযানিক দল। গ্রেপ্তার যুবকের নাম মোহাম্মদ আলী (২৯)। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার দরমণ্ডল এলাকার রজব আলীর ছেলে।
গত বুধবার (১২ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর থেকে তাকে আটক করা হয়। এসময় তাঁর কাছ থেকে ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র্যাব-৯ এর এএসপি ও মিডিয়া অফিসার ওবাইন।
তিনি বলেন- ইয়াবাসহ আটক যুবক একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।