সিলেটের লাক্কাতুরা পল্লীতে অসহায়দের মাঝে সৈয়দ আব্দুল খালিক ফাউন্ডেশনের ইফতার বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেটের লাক্কাতুরা চা বাগানস্থ পল্লীতে অসহায় মুসলিম অমুসলিম পরিবারে প্রতিনিয়ত রামাযানের খাদ্যে সামগ্রী দিয়ে সহায়তা করে যাচ্ছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মানব দরদী তরুণ আলেম হাফিজ মাওলানা আহমদুল হক উমামা।
তাঁর প্রচেষ্টায় গত বুধবার (১২ মে) খলিফায়ে মাদানী শায়খ সৈয়দ আব্দুল খালিক রহ. ফাউন্ডেশন-এর পক্ষ থেকে শতাধিক পরিবারে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইফতারের পূর্ব মুহুর্তে একটি পল্লীতে গিয়ে অনেক পরিবারের মাঝে সাধ্যানুযায়ী ইফতার বিতরণ করা হয়। সেখানে মাত্র দুটি নতুন মুসলিম পরিবারকে সহায়তা করতে গেলে, হিন্দু প্রতিবেশী কয়েকটি পরিবার তাদের অসহায়ত্ব বর্ণনা করে তাদের পরিবারের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রসঙ্গত, সুনামগঞ্জের সৈয়দপুর গ্রামের কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসী, শায়খ সৈয়দ আবদুল খালিক রহ. ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রবাসী মাওলানা শায়খ সৈয়দ জুনায়েদ আহমদ, দীর্ঘদিন থেকে বিভিন্ন জায়গায় নিরবে মানবসেবায় কাজ করে যাচ্ছেন। বুধবারের এই প্রজেক্টও তার সার্বিক সহযোগিতা সম্পন্ন করা হয়েছে।