দানবীর সেলিম জে আহমেদ-এর দাদী শ্বাশুড়ীর ইন্তেকাল : শোক প্রকাশ
সময় সিলেট ডেস্ক :
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পুরানগাঁও মোল্লাবাড়ি নিবাসী মরহুম ইসকন্দর আলী (সারং)-এর স্ত্রী এবং সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, এসএমএস মিডিয়া লিমিটেড-এর চেয়ারম্যান দানবীর সেলিম জে আহমেদ-এর দাদী শ্বাশুড়ী রফতন বিবি আর নেই।
সোমবার (১৭ মে) রাত ১০টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন ‘ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন’। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ১০০ বছর। তিনি অনেক অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খি রেখে গেছেন।
মরহুমার নামাজে জানাযা আজ মঙ্গলবার সকাল ১১:৩০ মিনিটের সময় পুরানগাঁও মোল্লাবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এদিকে, মরহুমা রফতন বিবি’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন- এসএমএস মিডিয়া লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর আ ক ম এনামুল হক মামুন ও পাবলিসিটি এন্ড পাবলিকেশন্স ডিরেক্টর সাইফুল ইসলাম রানা। তারা মরহুমার বিদেহী আত্মার মাফেরাত ওজান্নাতের সু-উচ্চ মাকাম কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।