ফেঞ্চুগঞ্জে ফারজানা সামাদ চৌধুরী’র ঈদ শুভেচ্ছা বিনিময়
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেট-৩ আসনের সাবেক এমপি মরহুম মাহমুদ উস-সামাদ চৌধুরী’র সহধর্মিনী ফারজানা সামাদ চৌধুরী আওয়ামী লীগের নেতাকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।
গত শুক্রবার (১৪ মে) ফারজানা সামাদ চৌধুরী সিলেটের ফেঞ্চুগঞ্জের নুরপুরস্থ বড়বাড়ী বাসভবনে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেট-৩ (দক্ষিণ সুরমা- ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের) নির্বাচনী এলাকার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, চিকিৎসক, ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ’সহ সর্বস্তরের জনসাধারণে সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করে যাচ্ছেন।
এ সময় তিনি বলেন- পবিত্র ঈদুল ফিতার আমাদের একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ মজমুবত করে। এক মাস রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আমরা যে ত্যাগের শিক্ষা লাভ করেছি তা আমাদের বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে হবে। তবেই সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন- বঙ্গবন্ধুর সোনার বাংলা স্বপ্নকে বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। তবে বাংলাদেশ বিশ্বের বুকে সমৃদ্ধাশালী দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।
ফারজানা সামাদ চৌধুরী সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।