সাংবাদিকদের সাথে বিশ্বনাথের নবাগত ইউএনও’র মতবিনিময়
বিশ্বনাথ সংবাদদাতা :
সিলেটের বিশ্বনাথ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নব-নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ।
বুধবার (১৯মে) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামানের পরিচালনায় মতবিনিমিয় সভায় ইউএনও বলেন- বিশ্বনাথ উপজেলা ও পৌরবাসীর উন্নয়নে কাজ কারাই হচ্ছে তার দায়িত্ব ও কর্তব্য। এরই মধ্যে পৌরসভার উন্নয়ন কাজও শুরু করা হয়েছে। একটি আধুনিক বিশ্বনাথ গড়তে তার সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত থাকবে। তাই বিশ্বনাথকে এগিয়ে নিতে সাংবাদিকসহ সচেতন নাগরিকদের সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভায় বিশ্বনাথের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে বক্তব্য রাখেন- বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাধারণ সম্পাদক নবীন সুহেল, সাংবাদিক রফিকুল ইসলাম জুবায়ের, কাজি জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, প্রনঞ্জয় বৈদ্য অপু, সাইফুল ইসলাম বেগ ও আব্বাস হোসেন ইমরান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এমআর টুনু তালুকদার, কামাল মুন্না, যুগ্ম-সম্পাদক মিছবাহ উদ্দিন, কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক মশাহিদ আলী, কার্যনির্বাহী সদস্য আশিক আলী, রুহেল উদ্দিন, বদরুল ইসলাম মহসিন, সাংবাদিক মিজানুর রহমান মিজান, মাওলানা শহিদুর রহমান, মোহাম্মদ আলী শিপন, নূর উদ্দিন, জামাল মিয়া প্রমুখ।