দেশের সর্বাধিক প্রতিশ্রুতিবদ্ধ বিশ্ববিদ্যালয়ের তালিকায় লিডিং ইউনিভার্সিটি
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশের সর্বাধিক প্রতিশ্রুতিবদ্ধ বিশ্ববিদ্যালয় হিসেবে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি তালিকাভুক্ত হয়েছে।
ভারতীয় Higher Education Review (HER) ম্যাগাজিন ২০২১ সালে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের শীর্ষস্থানীয় দশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সিলেটের লিডিং ইউনিভার্সিটিকে শিক্ষার্থীদের জন্য শর্টলিস্ট করেছে।
উচ্চশিক্ষা পর্যালোচনায় HER প্রাসঙ্গিক বিষয় যেমন শিক্ষার্থীদের আগ্রহ, বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব, শিক্ষার পরিবেশ, গবেষণা প্রভাব, আর্থিক সহায়তা ও বৃত্তি এবং অন্যান্য সুযোগসুবিধার উপর ভিত্তি করে ভারতীয় শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের দশটি সর্বাধিক প্রতিশ্রুতিবদ্ধ বিশ্ববিদ্যালয় ও কলেজে আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির বিষয়ে সহায়তা করার জন্য তারা এ তালিকা তৈরি করে।
এ বিষয়ে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলাকে অবহিত করেছে HER.
HER কে ধন্যবাদ জ্ঞাপন করে উপাচার্য বলেন- লিডিং ইউনিভার্সিটিতে ভারতীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে দক্ষ শিক্ষকসহ অন্যান্য অবকাঠামোগত সুযোগ সুবিধা রয়েছে, যা ভবিষ্যতে আরও উন্নীত করা হবে।