করোনায় স্থগিত এশিয়া কাপ
সময় সিলেট ডট কম
কয়েক দফা পিছিয়ে শেষ পর্যন্ত স্থগিত হলো এশিয়া কাপ টি-টোয়েন্টি। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিভিন্ন দেশে সংকট চলায় চলতি বছরের জুনে অনুষ্ঠেয় আসরটি স্থগিত ঘোষণা করেছে আয়োজক দেশ শ্রীলঙ্কা।
বুধবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা।
কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ে ইতোমধ্যে স্থগিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম আসর, স্থগিত হয়েছে পাকিস্তান সুপার লিগ। এসবের মধ্যে এশিয়া ক্রিকেটের বৃহত্তম ক্রিকেট টুর্নামেন্টটিও স্থগিত হলো।
টুর্নামেন্টে অংশ নেয়ার কথা ছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়ার।
এশিয়া কাপের ভাগ্য নিয়ে জানতে চাইলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা টুর্নামেন্টটি আয়োজনে অনাগ্রহতা প্রকাশ করেন।
বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন- ‘করোনা পরিস্থিতি বিবেচনায় এই বছরের জুনে টুর্নামেন্টটি আয়োজন করা সম্ভব হচ্ছে না।’
ইতোমধ্যে এশিয়া অঞ্চলের বেশির ভাগ দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। এ ছাড়া, এই অঞ্চলের বিভিন্ন ক্রিকেট বোর্ডের আগামী দুই বছরে ব্যস্ত শিডিউল রয়েছে।
বিষয়টি বিবেচনায় ২০২৩ সালের আইসিসি বিশ্বকাপ কাপের পর টুর্নামেন্টটি আয়োজন করা যায় কী না প্রস্তাব দেয় শ্রীলঙ্কা।