যেভাবে আনুশকার প্রেমে পড়েন রণবীর!
বিনোদন ডেস্ক :
বলিউড সুপারস্টার বণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের প্রেমের বিষয়টি এখন অনেকটা ওপেন সিক্রেট। তবে বলিউড সেনসেশনকে রেখে রণবীর কাপুর নাকি সম্প্রতি দক্ষিণী নায়িকার নায়িকার প্রেমে পড়েছেন। সেই নায়িকার নাম আনুশকা।
সম্প্রতি সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসের মঞ্চে উপস্থিত ছিলেন ‘রকস্টার’ অভিনেতা। আর সেখানেই দক্ষিণের কোন অভিনেত্রী তার ক্রাশ, তা প্রকাশ করেন।
ওই অনুষ্ঠানে সঞ্চালকের প্রশ্নের উত্তরে রণবীর বলেছিলেন- দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অনেকেই রয়েছেন, যাদের সঙ্গে আমি কাজ করতে চাই। কিন্তু ‘বাহুবলি’ দেখার পর আনুশকা শেঠির ওপর ক্রাশ তৈরি হয়েছে। আমি তার অভিনয়ের প্রেমে পড়ে গেছি। কোনো না কোনো দিন আমি অবশ্যই সুযোগ পেলে আনুশকার সঙ্গে কাজ করব।
অবশ্য এ খবর আনুশকা কিংবা আলিয়া জানেন কি-না সে কথা জানা যায়নি।