দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু : শনাক্ত ১৪৫৭
সময় সিলেট ডেস্ক :
করোনাভাইরাসের সংক্রমণে আজও দেশে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতেুর সংখ্যা দাঁড়াল ১২ হাজার ২৮৪ জনে। একই সময়ে আরো ১ হাজার ৪৫৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে বাংলাদেশে শনাক্ত হওয়া কভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৮৫ হাজার ১৯৪ জনে।
আজ বৃহস্পতিবার (২০ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়- এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৭ হাজার ৫১০ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৪৩৭ জনের। এর আগে বুধবার (১৯ মে) দেশে করোনায় ৩৭ জন মারা যান, আর নতুন করে শনাক্ত হয় এক হাজার ৬০৮ জন।
উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত ৮ মার্চ, ২১ সেপ্টেম্বর তা সাড়ে তিন লাখ ছাড়িয়ে যায়। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনে সর্বোচ্চ শনাক্ত।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ১০ অক্টোবর তা সাড়ে পাঁচ হাজারে দাঁড়ায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।