বোনের লাশ আনতে গিয়ে প্রাণ গেলো বায়েজিদের
দক্ষিণ সুরমা সংবাদদাতা :
হাসপাতাল থেকে চাচাতো বোনের লাশ আনতে মোটর সাইকেল নিয়ে বেরিয়েছিলেন সিলেটের দক্ষিণ সুরমার কামাল বাজারের তরুণ বায়েজিদ আহমেদ। তবে লাশ নিয়ে আর বাড়ি ফেরা হয়নি তার।
কামলাবাজারের আধিত্যপুর বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন বায়েজিদ। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান বায়েজিদ।
সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে প্রদত্ত এক ক্ষুদে বার্তায় এই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানানো হয়- এ দুর্ঘটনার পর একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।