দেওবন্দের মাওলানা উসমান মানসুরপুরী আর নেই : জমিয়তের শোক
সময় সিলেট ডেস্ক :
বিশ্বখ্যাত ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের কার্যনির্বাহী মুহতামিম ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি সাইয়েদ মাওলানা ক্বারী উসমান মানসুরপুরী রহ. আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
শুক্রবার (২১ মে) জুমার নামাজের পর (দুপুর দেড়টায়) তিনি ইন্তেকাল করেন। বিষয়টি তার ছেলে মুফতি সালমান মানসুরপুরী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে গত ৫মে (বুধবার) তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেদিন বিশ্ববাসীর কাছে দোয়া চেয়ে তার ছেলে মুফতি আফফান মানসুরপুরী এক হোয়াটএ্যাপ ম্যাসেজ প্রেরণ করেছিলেন।
হোয়াটএ্যাপ ম্যাসেজে তিনি লিখেছিলেন- ‘আমার পিতা সাইয়েদ মাওলানা ক্বারী উসমান মানসুরপুরীর গত চারদিন থেকে সর্দি-জ্বর ও ঠান্ডা। গতকাল বুধবার (৫ মে) থেকে বেশি দুর্বলতা অনুভব করছেন। প্রাথমিক টেস্ট অনুযায়ী কোভিড-১৯ পজিটিভ এসেছে। গতকাল তারাবীর পর থেকে শ্বাস-প্রশ্বাসে অসুবিধা অনুভব করায় বাসাতেই সামান্য অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। এখনও পর্যন্ত দেওবন্দে নিজ বাসাতেই ঘরোয়া চিকিৎসা চলছে তার।’
ক্বারী সাইয়েদ উসমান মানসুরপুরী শাইখুল ইসলাম হজরত মাওলানা সাইয়েদ হুসাইন আহমাদ মাদানী রহ. এর সুযোগ্য জামাতা। অল ইন্ডিয়া মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াতের সদর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।
এদিকে, দারুল উলুম দেওবন্দের কর্যনির্বাহী মুহতামীম কারী উসমান মানসুরপুরীর ইন্তেকালে শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (২১মে) গণমাধ্যম পাঠানো এক যৌথ শোক বার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেন- কারী সাইয়েদ উসমান মানসুরপুরী বৃটিশ খেদাও আন্দোলনের অন্যতম পুরোধা শাইখুল ইসলাম হজরত মাওলানা সাইয়েদ হুসাইন আহমাদ মাদানী রহ. এর সুযোগ্য জামাতা ছিলেন।
তিনি জমিয়তে উলামায়ে হিন্দের বিভিন্ন পর্যায়ে নেতৃত্বদানের পাশাপাশি অল ইন্ডিয়া মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াতের সদর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক আন্দোলনের সাথে সম্পৃক্ততার পাশাপাশি দ্বীনি অধ্যয়ন ও অধ্যাপনার জগতে এক অনবদ্য অবদান রেখে গেছেন মাওলানা উসমান মানসুরপুরী।
নেতৃবৃন্দ বলেন- মাওলানা উসমান মানসুরপুরীর ইন্তেকালে মুসলিম উম্মাহ বিশেষত ভারতবর্ষে মুসলমানগণ একজন বিচক্ষণ দূরদৃষ্টি সম্পন্ন রাহবারকে হারালো। আমরা তার মাগফেরাত কামনা করছি। তার রেখে যাওয়া অসংখ্য শিষ্য, ভক্ত, গুণগ্রাহী এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
শোকবার্তায় স্বাক্ষর করেন- জমিয়তে উলাময়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়েখ জিয়া উদ্দিন, সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক এবং ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।