বীর মুক্তিযোদ্ধা ওয়ারিছ আলীর মৃত্যুতে ছাতক আ’লীগের শোক পালন
সংবাদ বিজ্ঞপ্তি :
সুনামগঞ্জের ছাতক পৌর আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ওয়ারিছ আলীর মৃত্যুতে শোক পালন করেছে ছাতক পৌর ও উপজেলা আওয়ামীলীগ। শুক্রবার (২১ মে) উপজেলা আওয়ামীলীগের আহবায়ক (ভার্চুয়ালভাবে যুক্ত) আবরু মিয়া তালুকদারের সভাপতিত্বে এবং যুগ্ম-আহবায়ক, জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল ও পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বিকাশ সাহার যৌথ পরিচালনায় শহরের রওশন কমপ্লেক্স সেন্টারে ছাতক উপজেলা ও পৌর আওয়ামীলীগের যৌথ সভায় ১ মিনিট দাড়িয়ে নিরবতার মাধ্যমে এ শোক পালন করা হয়।
যৌথ সভায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ও ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী বলেন- বীর মুক্তিযোদ্ধা ওয়ারিছ আলী ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের একজন নিবেদিতপ্রাণ কর্মী। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ হারিয়েছে তার বীর-সূর্যসন্তানকে এবং ছাতক পৌর আওয়ামী লীগ হারিয়েছে একনিষ্ট কর্মীকে।
উক্ত সভায় আওয়ামীলীগের সদ্য ঘোষিত উপজেলা ও পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটিকে অবৈধ ও অগঠনন্ত্রান্তিক বলে মন্তব্য করে এসব কমিটি অবিলম্বে বাতিলের দাবী জানান বক্তারা। গতকাল দুপুরে শহরের রওশন কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর আওয়ামীলীগের যৌথ সভায় বক্তারা এ মন্তব্য করেন। দলের ভেতর অবস্থান নেয়া হাইব্রীডরা এখানের সু-সংঘটিত আওয়ামীলীগকে বিভক্তির পায়তারায় লিপ্ত রয়েছে। ওই হাইব্রীডরা দলে অবস্থান নেয়ার পর থেকেই দলীয় সিদ্ধান্ত ও দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা আশিকুল ইসলাম আশিক, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য, সুনামগঞ্জের দায়িত্ব প্রাপ্ত নেতা শাহীন আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল, পৌর কাউন্সিরর ইরাজ মিয়া। বক্তব্য রাখেন- জাউয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজা মিয়া তালুকদার, দোলারবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আশিক মিয়া, কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নূর উদ্দিন, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য, বাবুল পাল, দেওয়ান আবুল কালাম মাষ্টার, শিখা রানী দে, শ্রমিক নেতা স্বপন তরফদার। সভায় স্বাগত বক্তব্য রাখেন শ্রমিক নেতা খলিলুর রহমান।
সভায় আওয়ামীলীগ নেতা হাজী রহমত আলী, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবলীগের যুগ্ম-সম্পাদক আহবাব মিয়া তারুকদার সাজু, ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল বারী চপল, পৌর কাউন্সিলর হাজী ছালেক মিয়া, হাজী নাজিমুল হক, আফরোজ মিয়া, সাবেক কাউন্সিলর ধন মিয়া, আখলাকুল আম্বিয়া সোহাগ, সুদীপ দে, মাসুক মিয়া, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য, এবাদুল হক এমাদ, আফিক আলী, কল্যানব্রত দাস, ছোরাব আলী, প্রনয় কুমার আচার্য মুন্না, শাহীন মিয়া তালুকদার, নোয়ারাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ রেদওয়ানূল হক আরজু, সাধারন সম্পাদক আব্দুল মমিন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আরশ আলী খান ভাসানী, সাধারন সম্পাদক আজাদ মিয়া দোলারবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, ভাতগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলজার আহমদ তালুকদার, সিংচাপইর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাখাল পাল, প্যানেল চেয়ারম্যান লিয়াকিত আলী, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি পীর আমিনুল হক টুনু, আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান, আব্দুল আহাদ, আব্দুস ছালাম, আব্দুস ছাত্তার, আলী আলম, আব্দুল মতিন, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন চয়ন, মামুন মিয়া, দিলোয়ার হোসেন, নজরুল ইসলাম, শাহীন চৌধুরী, বেলাল মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা রেজাউল করিম রেজা, সাদেক হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক গণ-যোগাযোগ সম্পাদক হুমায়ূন কবির রুবেল, ছাতক পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ, ছাত্রলীগ নেতা আইনূল ইসলাম, ছাতক সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী, ছাত্রলীগ নেতা আব্দুল কাদির তালুকদার, জাহাঙ্গির আলম তারেক, সুব্রত হাওলাদার, রুবেল তালুকদার জনি, রাজিব তরফদার, সম্রাট মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করে হোসাইন আহমদ ও গীতা পাঠ করেন মৃদুল দাস।