তাহিরপুরে বিল থেকে যুবকের গলা কাটা লাশ উদ্ধার : মামলার প্রস্তুতি
তাহিরপুর সংবাদদাতা :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিল থেকে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে তাহিরপুর থানা পুলিশ। নিহতের নাম জাহাঙ্গীর আলম (২৮)। তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম গ্রামের মোহাম্মদ আলী ছেলে। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এদিকে নিহতের পরিরারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়। শনিবার (২২ মে) সকালে উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন শান্তিপুর গ্রামের উত্তর পাশে প্রচাশন বিলে ঘটনাটি ঘটে। নিহত জাহাঙ্গীর পেশায় কৃষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান- উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন শান্তিপুর গ্রামের উত্তর দিকে প্রচাশন বিলে রাতের কোন এক সময় জাহাঙ্গীরকে হত্যা করে ফেলে রেখে যায় অজ্ঞাত ব্যক্তিরা। সকালে স্থানীয় লোকজন নিহতের লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল লতিফ তরফদার, বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই মো. রাজিব’সহ পুলিশ ফোর্স ঘটনা স্থলে গিয়ে নিহতে লাশ উদ্ধার করে।
লাশ সনাক্ত করে সুরত হাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে বলে জানান এসআই হাক্কানী। তিনি আরও জানান- গলায়, মাথায়, কাধেঁ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম জানান- ঘটনাটি খুবই দুঃখজনক। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ’সহ আমিও ঘটনা স্থলে আছি। নিহতের ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার জানান- লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এই বিষয় গুরুত্ব সহকারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আমাদের ধারনা এটি একটি পরিকল্পীত হত্যা।