সিলেট-৩ আসনে হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দিন: এড. লুৎফুর রহমান
বিশেষ সংবাদদাতা :
সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান বলেছেন- হাবিবুর রহমান হাবিব আমার সুপরিচিত, আমি তাকে ভালো করে চিনি। এলাকার মানুষের সাথে তার নিবিড় সম্পর্ক।
তিনি বলেন- দক্ষিণ সুরমা এলাকার আওয়ামীলীগ ও অন্যান্য অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ইচ্ছা পোষণ করেছেন যে, হাবিবুর রহমান সব সময় তাদের পাশে থাকেন, কাজ করেন এবং করে আসছেন, তাকে মনোনয়ন দেওয়ার জন্য। আমিও তাদের সাথে একমত, আমিও নেত্রীকে অনুরোধ করবো হাবিবুর রহমান হাবিবকে আপনি মনোনয়ন দিন।
এডভোকেট লুৎফুর রহমান বলেন- এই আসনে আরও অনেকে ক্যান্ডিডেট আছেন, তাদেরকে অন্যান্য পদে অন্যান্য জাগায় স্থান দেবেন, কিন্তু পার্লামেন্টে আপনি (সভানেত্রী) হাবিবুর রহমান হাবিবকে এই উপ-নির্বাচনে দয়া করে মনোনয়ন দিন, এলাকার মানুষ তাকে পাস করিয়ে নিয়ে আসবে। মানুষের সাথে তার যোগাযোগ আছে। তাকে এই আসনে নৌকা প্রতিকের মনোনয়ন দিলে আওয়ামীলীগের বিজয় কেউ আটকাতে পারবে না।
‘নতুন ক্যান্ডিডেট অনেকেই আছেন, কিন্তু হাবিবুর রহমান হাবিব এই আসনের ফিট ক্যান্ডিডেট’ উল্লেখ করে জেলা আওয়ামীলীগের সভাপতি আরও বলেন- নেত্রীর কাছে সব খবর আছে, হাবিবুর রহমান হাবিবের খবরও ভালো করে নেত্রীর কাছে আছে। সুতরাং আমরা আশা রাখি- নেত্রী এই আসনে হাবিবুর রহমান হাবিবকেই মনোনয়ন দেবেন।
শনিবার (২২ মে) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার স্থানীয় শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে এলাকার অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম বলেন- দীর্ঘ একযুগেরও বেশি সময় থেকে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ তথা সিলেট-৩ আসনের মাটি ও মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন হাবিবুর রহমান হাবিব। সিলেট-৩ আসনের নির্বাচনে তাকে একমাত্র নৌকার যোগ্য দাবীদার বলে আমি মনে করি। তিনি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ালীগের পক্ষ থেকে হাবিবুর রহমান হাবিবকে দলীয় মনোনয়ন (নৌকা প্রতিক) প্রদানের জোর দাবী জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক, বরইকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী রইছ আলী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এডভোকেট সালেহ আহমদ হীরা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি।
সিলেট জেলা তাঁতীলীগের সভাপতি আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেন্সুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের আসন্ন উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান হাবিব।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ নেতা মাসুক আহমদ, রফিক হোসেন, বশির মিয়া, কামালবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার আলী, সহ-সভাপতি ইলিয়াস আলী চমক, লালাবাজার ইউনিয়ন আওয়ামীগের সভাপতি বুলবুল আহমদ, আওয়ামীলীগ নেতা আব্দুল শালেক, রাজিব আহসান, সোহেল আহমদ, লোকমান হোসেন, জেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহেদ আলী, সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগের সহ-অর্থ সম্পাদক ওমর ফারুক ফরহাদ, যুবলীগ নেতা শাহ ওলিদুর রহমান, জাবেদ, মামুন, বদরুল আলম তুহিন, নাজিম উদ্দিন রাসেল, শাহীন আহমদ, দেলওয়ার হোসাইন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানি প্রমুখ।