সচিবালয়ে রোজিনা হেনস্তার ঘটনা স্বাধীন সাংবাদিকতায় নগ্ন হস্তক্ষেপ
সংবাদ বিজ্ঞপ্তি :
পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে ৫ ঘণ্টা আটকে রেখে হেনস্তা এবং পরে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৮ মে) সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন— দীর্ঘদিন ধরে দেশব্যাপী মাঠ পর্যায়ে সাংবাদিকরা হামলা, মামলা ও হয়রানীর শিকার হচ্ছেন। এবার আর সচিবলায়ও বাকি থাকলো না। রোজিনা ইসলামকে হেনস্তার মাধ্যমে প্রমাণিত হয় যে মাঠ পর্যায় থেকে সচিবালয়ে কোথাও আর সাংবাদিকরা নিরাপদ নয়।
তারা বলেন— পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিককে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা সচিবালয়ে ঘণ্টার পর ঘণ্টা আটকে রেখে ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে। যা দেশে স্বাধীন সাংবাদিকতায় নগ্ন হস্তক্ষেপ। একজন পেশাদার সাংবাদিককে কয়েক ঘণ্টা আটকের পর থানায় হস্তান্তর করার বিষয়টি খুবই দুঃখজনক।
নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দিয়ে সচিবালয়ের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তা জড়িত তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।