কালীঘাটের বন্ধু রেস্ট হাউস থেকে দুই নারীসহ আটক ৩
সময় সিলেট ডেস্ক :
সিলেট নগরের কালীঘাট এলাকার বন্ধু রেস্টহাউজ থেকে ৩ জনকে আটক করেছে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ। আটককৃতদের মধ্যে দুজন নারী। অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সিলেট মহানগর পুলিশ জানায়- রোববার (২৩ মে) রাত সাড়ে ১১ টার দিকে বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই রেস্ট হাউজে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অটককৃতরা হলেন- বরিশাল জেলার বানরিপাড়া থানার কচুয়া গ্রামের মৃত ইব্রাহিমের মেয়ে রহিমা সোনিয়া (২০), শেরপুর জেলার শ্রীবর্দি থানার আয়নাপুর গ্রামের মৃত বাবুল আহমদের মেয়ে বৃষ্টি আক্তার (২৫) ও সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার পূর্বপাগলা গ্রামের আছাদ আলীর ছেলে হাসান (১৮)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।