সড়ক দুর্ঘটনায় আহত ইলেক্ট্রিশিয়ান জামাল আহমদ সকলের দোয়া প্রার্থী
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেট ইলেকট্রিক্যাল মার্চেন্টস এসোসিয়েশনের সদস্য, পশ্চিম দাউদপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজী তবারক আলীর ছেলে ইলেক্ট্রিশিয়ান জামাল আহমদ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সুস্থতার জন্য দক্ষিণ সুরমা, সিলেট’সহ দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন।
জানা যায়, জামাল আহমদ গত ১৭ মে সোমবার দাউদপুর কেন্দ্রীয় জামে মসাজিদে জোহরের নামাজ আদায় করে মোটর সাইকেল যোগে মোগলাবাজার যাওয়ার পথে ঢাকাদক্ষিণ-মোগলাবাজার সড়কের বড়ইরতল নামকস্থানে পৌছামাত্র মোগলাবাজার গামী একটি ইজিবাইক (টমটম) রংসাইডে আসায় মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় জামাল আহমদের ডান পা ভেঙ্গে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তার অবস্থা খারাপ থাকায় সাথে সাথে মাউন্ট এডোরা হাসপাতাল সিলেটে ভর্তি করা হয়। সেখানে জামাল আহমদের ডান পায়ে অপারেশন করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছন।
আলাপকালে আহত জামাল আহমদ বলেন- অবৈধ গাড়ী টমটম, রোডপার্মিট ছাড়া অবাদে সড়কে চলাচল করছে। প্রশিক্ষণবিহীন ডাইভাররা টমটম চালানোর কারণে প্রতিদিন সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণহানী’সহ অনেকেই পঙ্গুত্ব বরণ করছেন। তিনি বলেন- আল্লাহর রহমতে সকলের দোয়ায় আমি বেঁচে আছি। কিন্তু অনেকই এমন দুর্ঘটনায় মারা যান। তিনি এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে সে ব্যাপারে প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানান।