শ্রীমঙ্গলে স্বাস্থ্যবিধি অমান্য : লেমন গার্ডেন রিসোর্টে অর্থদণ্ড
শ্রীমঙ্গল সংবাদদাতা :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাকালীন স্বাস্থ্যবিধি বাস্তবায়নে লেমন গার্ডেনসহ কয়েকটি হোটেল-রিসোর্টে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২২ মে) অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন। এসময় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ অনুযায়ী একটি মামলায় লেমন গার্ডেন রিসোর্টকে বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
মোবাইল কোর্টের অভিযানে সার্বিক সহায়তা করে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন জানান- করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি সবাইকে মেনে চলতে হবে। না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন। জনস্বার্থে প্রশাসনের এ ধরণের অভিযান অব্যহত থাকবে।