মৌলভীবাজার পৌরবর্জ্য বর্ষিজোড়া ইকোপার্কে : বাপা’র ক্ষোভ প্রকাশ
সময় সংগ্রহ :
মৌলভীবাজার পৌরসভার সব বর্জ্য দীর্ঘদিন থেকে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বর্ষিজোড়া ইকোপার্কে নিক্ষেপ করছে পৌর কর্তৃপক্ষ। নাগরিক বর্জ্য ব্যবস্থাপনা এমন অপরিকল্পিত ও ক্রটিপূর্ণ হওয়ায় স্থানীয় পরিবেশ, প্রতিবেশ চরমভাবে বিপর্যয়ের সম্মুখীন। বিষয়টি নিয়ে কোন ভ্রূক্ষেপ নেই পৌর কর্তৃপক্ষের।
এদিকে বিষয়টি সচেতন মহলের নজরে আসলে সোমবার (২৪ মে) সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র একটি প্রতিনিধিদল মৌলভীবাজার পৌরসভার অন্তর্গত বর্ষিজোড়া ইকোপার্কে পৌর বর্জ্য নিক্ষেপের স্থান পরিদর্শন করে। পরিদর্শনকালে বাপা প্রতিনিধিদল দেখেন— ‘বর্ষিজোড়া ইকোপার্ক’ নামের একটি সংরক্ষিত বনাঞ্চলে মৌলভীবাজার পৌরসভার সব বর্জ্য ফেলা হচ্ছে। যেখানে স্তুপিকৃত আবর্জনার অধিকাংশই প্লাস্টিক ও পলিথিন বর্জ্য, যার একাংশে আগুন জ্বলতে দেখেন তারা।
এ সময় পৌরসভার মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বর্জ্য ব্যবস্থাপনা এমন অপরিকল্পিত ও ক্রটিপূর্ণ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
পরিদর্শনকালে বাপা নেতৃবৃন্দ বলেন— বাংলাদেশের সকল নগর ও পৌর এলাকার নাগরিক বর্জ্য ব্যবস্থাপনা অপরিকল্পিত ও ক্রটিপূর্ণ হওয়ায় প্রায় সকল এলাকার স্থানীয় পরিবেশ, প্রতিবেশ আজ চরমভাবে বিপর্যয়ের সম্মুখীন। বেশীরভাগ পৌর এলাকার বর্জ্য সংশ্লিষ্ট এলাকা সংলগ্ন গুরুত্বপূর্ণ নদী, খাল, জলাশয় কিংবা বনাঞ্চলে স্তুপাকারে রাখা হয় এবং সময়ে সময়ে তা আগুন দিয়ে জ্বালানোর প্রবণতা লক্ষ্য করা যায়। এতে পরিবেশ, প্রতিবেশ চরমভাবে বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে।
এ অবস্থায় নেতৃবৃন্দ অবিলম্বে মৌলভীবাজার পৌরসভার বর্জ্য বর্ষিজোড়া ইকোপার্কে ফেলা বন্ধের পাশাপাশি দেশের সকল পৌর বর্জ্য সমন্বিত, বিজ্ঞানভিত্তিক ও অংশগ্রহণমূলক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
বাপা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল এর নেতৃত্বে প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— বাপা মৌলভীবাজার আঞ্চলিক শাখার সমন্বয়ক, এ এস এম সালেহ সোহেল, বাপা হবিগঞ্জ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক, তোফাজ্জল সোহেল ও বাপা সিলেট আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম প্রমুখ।
উল্লেখ্য, পলিথিন ও প্লাস্টিক বর্জ্য পোড়ালে চরম ক্ষতিকর বায়ুদূষণের সৃষ্টি হয়; যা মৌলভীবাজার পৌরসভার জনগন ও সংরক্ষিত বনাঞ্চলের বন্য প্রাণীদের জন্য মারাত্নক স্বাস্থ্য ঝুঁকির কারণ। সংরক্ষিত বনাঞ্চলে পৌর বর্জ্য নিক্ষেপ শুধু আইনের প্রতি অশ্রদ্ধা বা জীববৈচিত্র্যের প্রতি হুমকিই নয় বরং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ সরকারের অঙ্গীকার ও গৃহীত পদক্ষেপসমূহের সাথে সাংঘর্ষিক।