বাইপাস সড়ক নির্মাণের দাবি শাবিপ্রবি শিক্ষার্থীদের
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেটের সুবিদবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. সাব্বিরের হত্যা মামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
একইসঙ্গে ট্রাক চলাচলের জন্য বাইপাস সড়ক নির্মাণসহ ৪ দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার (২৪ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়- সম্প্রতি সিলেটের সুবিদবাজার পয়েন্টে বেপরোয়া ট্রাক চলাচলের কারণে সড়ক দুর্ঘটনায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী সাব্বির। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ ও সাব্বির হত্যার সুষ্ঠু বিচার চান। একইসঙ্গে সিলেটে বাইপাস সড়ক নির্মাণ করে ট্রাক চলাচলের জন্য বিকল্প রাস্তার দাবি তোলেন তাঁরা। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ৪ দফা দাবি নিয়ে অনলাইনে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- সাব্বির হত্যা মামলায় জড়িত ঘাতক ট্রাকের চালক ও মালিককে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা, সিলেটে প্রয়োজনীয় সকল বাইপাস তৈরি করাসহ ভারি যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২০ কিলোমিটার নির্ধারণ এবং বাইপাস সড়ক নির্মাণ হওয়া পর্যন্ত সব ধরনের ভারি যানবাহন চলাচলের সময়সীমা রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত বেঁধে দিয়ে অন্য যানকে অতিক্রম করার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন- ‘আমরা শিক্ষার্থীদের দাবিগুলো হাতে পেয়েছি। তাদের দাবির আলোকে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তা ছাত্র উপদেশ ও নির্দেশনার মাধ্যমে সিলেট প্রশাসনের কাছে পাঠাব।