জগন্নাথপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
জগন্নাথপুর সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলুতেন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) জেলা পর্যায়ের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মে) সকালে জগন্নাথপুর ইকড়ছই হারুনুর রশিদ (হিরণ মিয়া) স্টেডিয়ামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন- জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশিদ ভুইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, জগন্নাথপুর পৌর প্যানেল মেয়র সাফরুজ ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুল রহমান, শিক্ষক ছালেহা পারভিন, জগন্নাথপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আকমল হোসেন ভুইয়া, দুদু মিয়া প্রমুখ।