গরুর গায়ে হাত বুলাতে ঘণ্টায় লাগবে ২০০ ডলার!
অনলাইন ডেস্ক :
করোভাইরাসের মহামারিতে বিশ্বব্যাপী আত্মীয়স্বজন-বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা-সাক্ষাৎ বন্ধ। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে পা রাখার নিয়ম নেই অনেক দেশে। এমন সংকটাপন্ন অবস্থায় শরীরে করোনা সংক্রমণের পাশাপাশি আরও এক ‘মহামারি’র শিকার বিশ্ববাসী। যার নাম অবসাদ।
এই সমস্যা কাটাতে তাই এক অভিনব উপায়ের সাহায্য নিচ্ছেন মার্কিন নাগরিকরা। গরুর সঙ্গে সময় কাটানো শুরু করেছেন তারা। এই কার্যক্রমের প্রথাগত নাম ‘কাউ কাডলিং’। অর্থাৎ গরুকে আলিঙ্গন করা। এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছেন হিন্দস্তান নিউজ হাবের।
জানা যায়- অবসাদ কাটানোর জন্য ‘কাউ কাডলিং’ মোটা অংকের বিলও গুণতে হচ্ছে মার্কিনিদের। দেশটিতে গরুর সঙ্গে সময় কাটানোর জন্য প্রতি ঘণ্টায় ২০০ ডলার করে দিতে হচ্ছে তাদের।
‘কাউ কাডলিং’ নতুন কিছু নয়। এর উদ্ভাবন হয়েছে নেদারল্যান্ডসে। অতিমারির জেরে তা ক্রমশ এখন যুক্তরাষ্ট্রেও জনপ্রিয় হয়ে উঠেছে। এটি রীতিমতো ব্যবসায় পরিণত হয়েছে। টাকার বিনিময়ে গরুর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাচ্ছেন মার্কিনিরা।
কখনও গরুকে জড়িয়ে শুয়ে থাকছেন কখনও গরুর গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, কখনও আবার বেহালা বাজিয়ে গরুকে শোনাচ্ছেন তারা।