শায়েস্তাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ২৩ যানবাহনকে জরিমানা
শায়েস্তাগঞ্জ সংবাদদাতা :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ত্রুটিপূর্ণ ২৩ টি যানবাহনকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২৬ মে) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম শহরের প্রধান সড়কের উদয়ন আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
এ সময় অটোরিকশা (সিএনজি), মোটরসাইকেল ও জীব গাড়িসহ ২৩টি যানবাহনের কাগজপত্রে ত্রুটি পান। ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেন। শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন- এ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।