সিলেটে হোটেলে পুলিশের অভিযান : চার নারী-পুরুষ গ্রেপ্তার
নগর সংবাদদাতা :
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানাধীন সুরমা মার্কেটস্থ একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ‘অসামাজিক কার্যকলাপের’ দায়ে দুই নারী’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টায় পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ ওই হোটেলের ৪র্থ তলার একটি কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ হোটেলে অভিযান ও চারজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।