জাফলংয়ে ট্রাকচাপায় শিশু নিহত : সড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার :
সিলেট-তামাবিল মহাসড়কের নলজুরি নামক স্থানে ট্রাকের চাপায় অলিউল্লাহ (৫) নামের এক শিশু নিহত হয়েছে। সে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুরি গ্রামের সালেহ আহমদ বাবুর ছেলে।
বুধবার (২৬ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা ধরে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রেখেছেন। এ ঘটনায় ট্রাকচালককে আটক করে তামাবিল পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে- সিলেট-তামাবিল মহাসড়কে জাফলং থেকে সিলেটগামী বালুবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৫১৮৮) নলজুরি নামক স্থানে যাওয়ার পর সড়কের পাশ দিয়ে যাওয়া অলিউল্লাহকে চাপা দিলে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
দুর্ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই লিটন রায় ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
ট্রাকের চাপায় শিশু নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন- দুর্ঘটনার পরে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দ কাজ করছেন।