ওয়ানডে র্যাঙ্কিংয়ে টাইগারদের জয়জয়কার
স্পোর্টস ডেস্ক :
শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে প্রথম দুই ওয়ানডেতে ধারাবাহিক ফর্ম দেখিয়েছেন মুশফিকুর রহিম। প্রথম ম্যাচে সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও দ্বিতীয় ম্যাচে ঠিকই তিন অঙ্ক ছুঁয়েছেন। দ্বিতীয় ওয়ানডেতে ১২৫ রানের ঝলমলে এক ইনিংস খেলেন। তার ফলও পেলেন প্রায় হাতেহাতে।
বুধবার (২৬ মে) প্রকাশিত আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট নিয়ে নিজের ক্যারিয়ার সেরা অবস্থান করছেন মুশফিক। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বর্তমানে ১৪তম অবস্থানে আছে তার নাম। মুশফিকের সঙ্গে র্যাঙ্কিংয়ে টাইগারদের জয়জয়কার।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে টানা দুই ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার পাশাপাশি পুরস্কার পান র্যাঙ্কিংয়ের টেবিলেও। মুশফিকুর রেটিং পয়েন্ট এখন ৭৩৯, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ পয়েন্ট। এই রেটিং নিয়ে তিনি উঠে এসেছেন তালিকার ১৪তম স্থানে, যা তার ক্যারিয়ারের সেরা অবস্থান।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মুশফিকই আছেন ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের সবচেয়ে ভালো অবস্থানে। দেশিদের মধ্যে দ্বিতীয় সেরা অধিনায়ক তামিম ইকবাল, আছেন ২৪তম স্থানে।
অলরাউন্ডারদের মধ্যে সাকিব আল হাসান যথারীতি শীর্ষস্থানে অবস্থান করছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দারুণ নৈপুন্য নিয়ে র্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজেরও। প্রথম ম্যাচে ৪, দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ে বড় ভূমিকা পালন করেন এই টাইগার স্পিনার। বোলারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন মিরাজ। সেরা দশে স্থান পেয়েছেন পেসার মোস্তাফিজুর রহমানও।
আগে র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে ছিলেন মিরাজ। লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচে ৭ উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে এসেছেন তিনি। এর মধ্যদিয়ে তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা দুইয়ে থাকার কীর্তি দেখালেন মিরাজ।
২০০৯ সালে প্রথমবার সাকিব আল হাসান ওডিআই বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম হয়েছিলেন। ২০১০ সালে বাংলাদেশের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক সেরা দুইয়ে জায়গা করে নেন।
সর্বশেষ র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে আসা মিরাজের রেটিং পয়েন্ট ৭২৫। শীর্ষে থাকা নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্টের রেটিং ৭৩৭ পয়েন্ট।
আট ধাপ টপকে সেরা দশে জায়গা করে নেয়া মোস্তাফিজুর রহমান ৬৫২ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে উঠে এসেছেন। আট পয়েন্ট বেশি নিয়ে আটে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড। লঙ্কানদের বিপক্ষে ২ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ২০১৮ সালে বাঁহাতি এই পেসার বোলারদের র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে উঠেছিলেন।