প্রেমের ঘটনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ : পুলিশ’সহ আহত ১১
সময় সিলেট ডেস্ক :
নোয়াখালীর সেনবাগে এক কিশোরীর সঙ্গে দুই তরুণের প্রেমের সম্পর্ক নিয়ে দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে এক এসআই’সহ কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। গতকাল বুধবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সমর বড়ুয়া, মো. সোহাগ, মনির হোসেন, বিবি মরিয়ম ও তাঁর ছেলে ওমর ফারুক। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে- এক কিশোরীর (১৫) সঙ্গে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া গ্রামের মো. সাগর ও মো. ফাহিম নামের দুই তরুণের প্রেমের সম্পর্ক রয়েছে। ওই প্রেমকে কেন্দ্র করে বুধবার সকালে সাগরের সঙ্গে ফাহিমের ছাতারপাইয়া দাখিল মাদরাসার সামনে হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে বেলা ১১টার দিকে ছাতারপাইয়া বাজারের আলীর দোকানের সামনে সাগর ও ফাহিম পক্ষের সমর্থকদের মধ্যে আবার হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনার জের ধরে দুপুর সাড়ে ১২টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে প্রথমে সেনবাগ থানার পুলিশ ও পরে সোনাইমুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে যায়। একই সময় সেখানে যান বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহ ইমরান। পুলিশ ১২টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ইটের আঘাতে আহত হয়েছেন সেনবাগ থানার এসআই সমর বড়ুয়া।
জানতে চাইলে দুই পক্ষের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা। তিনি বলেন- এক কিশোরীর সঙ্গে দুই তরুণের প্রেমের সম্পর্ক। প্রথমে ওই দুই তরুণের মধ্যে মারামারি হয়। এরপর তা দুই পাড়ার মধ্যে সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে তিনি ছাড়া জ্যেষ্ঠ কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ওসি আবদুল বাতেন জানান- পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা শটগান থেকে ১২টি ফাঁকা গুলি ছুড়েছেন। তবে এতে কেউ আহত হননি। তবে দুই পক্ষের সংঘর্ষে ছয়-সাতজন আহত হতে পারেন। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরস্থিতি থমথমে। এ ঘটনায় অভিযোগের আলোকে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।