যুক্তরাজ্যের ডরসেটে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :
যুক্তরাজ্যের ডরসেট আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এক ভার্চুয়াল (zoom) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মে) স্থানীয় সময় রাত ১১ টায় এই অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জননেত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন- যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। প্রধান বক্তা হিসিবে বক্তব্য দেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
সভায় বক্তারা বলেন- ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুভয় উপেক্ষা করে দেশ এবং দেশের মানুষকে ভালোবেসে জাতির পিতার স্বপ্নের গণতান্ত্রিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালের ১৭ মে তিনি দেশে ফিরেছিলেন। দেশে ফেরার পর থেকে তিনি টানা চার দশক ধরে সফলতার সঙ্গে নেতৃত্ব দিয়ে চলেছেন এদেশের স্বাধীনতার নেতৃত্বদানকারি, প্রাচীনতম রাজনৈতিক দল এই আওয়ামী লীগকে। সেই সঙ্গে তার যোগ্য নেতৃত্বে চার বার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া দলটি। সেই সঙ্গে বর্তমান মেয়াদসহ ১৭ বছর অত্যন্ত দক্ষতার সাথে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে চলেছেন তিনি।
বক্তারা বলেন- শেখ হাসিনা দেশে এসেছিলেন বলেই জাতির পিতার হত্যার বিচার করা সম্ভব হয়েছে। ‘বিচার না হলে আমরা কলঙ্কিত জাতি হয়ে থাকতাম।’ উল্লেখ করে তারা বলেন- শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগের শাসনামলেই দেশের আর্থ-সামাজিক উন্নয়নের নতুন মাত্রা সূচিত হয়েছে। বাংলাদেশ স্বল্পন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। তার হাত ধরেই বাংলাদেশ ডিজিটাল দেশে পরিণত হয়েছে।
প্রবাসে দলের নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করে বক্তারা আরও বলেন- ‘প্রবাসীদের রেমিটেন্সের দ্বারা দেশের উন্নতি হচ্ছে ও পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব বলে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রশংসিত হচ্ছে।’
বক্তারা বলেন- চলমান বৈশ্বিক মহামারি করোনা সংকটের এই ক্রান্তিকালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জীবন ও জীবিকার সুরক্ষায় নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। উন্নত বিশ্বের দেশগুলো যেখানে করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে সেখানে শেখ হাসিনার পদক্ষেপে তুলনামূলকভাবে বাংলাদেশ ভালো আছে।
‘করোনা সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপ জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়াল্ড ইকোনমিক ফোরাম, দি ইকোনমিস্ট, যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বসসহ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে’ উল্লেখ করে তারা আরও বলেন- সম্প্রতি কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড উচ্ছ্বসিত প্রশংসা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমগ্র বিশ্বের জন্য গভীর অনুপ্রেরণাদায়ী রাষ্ট্রনায়ক হিসেবে আখ্যায়িত করেছেন।
ডরসেট আওয়ামীলীগের সিনিয়র সদস্য ইয়াহিয়া মিয়া’র সভাপতিত্বে ও ডরসেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহিত আফজল-এর পরিচালনায় স্থানীয় আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই ভার্চুয়াল সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- যুক্তরাজ্য আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, সহ-সভাপতি হরমুজ আলী, সহ-সভাপতি এম এ রহিম, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমদ, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম-সম্পাদক জামাল খান, ওয়েলস আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুকিস মনসুর, সাধারণ সম্পাদক আব্দুল মালিক, গ্রেটার ম্যানচেস্টার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মীর গোলাম মোস্তফা, যুগ্ম-সম্পাদক রুহুল আমীন রুহেল, ওল্ডহাম আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাউথাম্পটন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জগলু কোরেশী, যুগ্ম-সম্পাদক নজরুল তরফদার ফারুক, যুগ্ম-সম্পাদক আব্দুল মুকিত শওকত, হল হাম্বার আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক রাধা কান্তি ধর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ডরসেট আওয়ামীলীগের অন্যতম নেতা সেলিম জে আহমেদ, মামুনুর রশিদ, কাজী শফিক, রেহান আহমেদ, জাহেদ আহমেদ’সহ আরও অনেকে।