দেশে আসছেন আনোয়ারুজ্জামান চৌধুরী
বিশেষ সংবাদদাতা :
আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে আসছেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
জানা যায়, কোভিড-১৯ করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে দেশে আসতে চাইলেও আসতে পারেননি। তবে বর্তমানে যুক্তরাজ্যে ও বাংলাদেশে পূর্বের তূলনায় করোনা পরিস্থিতি অনেকটা ভালো থাকায় তিনি দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানায় তার একটি ঘনিষ্ঠ সুত্র।
দেশে আসার পর তিনি ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলার দলীয় নেতাকর্মীদের সাথে বাংলাদেশ সরকারের নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে মতবিনিয়ম করেবন বলে জানা গেছে।