শিক্ষক খালিছুর রহমানের মাগফেরাত কামনায় তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে দোয়া মাহফিল
সংবাদ বিজ্ঞপ্তি :
সাউথ কুরিয়া প্রবাসী আড়জুমান মো. অনিক-এর পিতা দি এইডেড হাইস্কুলের সিনিয়র শিক্ষাক খালিছুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মে) বাদ এশা আয়োজিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের মোতাওয়াল্লী আলহাজ্ব আব্দুল মছব্বির, বিশিষ্ট মুরব্বি হাজী মনির আলী, তবারক আলী, রাসাইদ আলী, যুব সমাজের মধ্যে- সুহেদ আহমদ, হাসান আহমদ, ফরহাদ আহমদ, তারেক আহমদ, জুমন আহমদ, সামি আহমদ, রাকিব আহমদ, জাহিন আহমদ, রাতুল আহমদ, সায়েম আহমদ প্রমুখ ছাড়াও স্থানীয় মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে সিনিয়র শিক্ষাক খালিছুর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং মহামারী করোনা ভাইরাসে মৃত্যুবরণকারীদের রুহের মাগফেরাত ও আক্রান্তদের সুস্থতা, সর্বোপরি দেশ এবং জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন- তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের ইমাম হাফিজ ফরহাদ আহমদ।