৩শ কিলোমিটার পথ মাড়িয়ে সুনামগঞ্জ থেকে লজ্জাবতি বানর উদ্ধার
মৌলভীবাজার সংবাদদাতা :
প্রায় ৩শ কিলোমিটার পথ মাড়িয়ে আবারও বনবিভাগ এবং স্বেচ্ছাসেবী সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার এন্ডেঞ্জার্ড ওয়াইল্ডলাইফ (এস ই ডাব্লিউ) সহযোগিতায় সুনামগঞ্জ থেকে একটি লজ্জাবতি বানর উদ্ধ্বার করা হয়েছে।
লজ্জাবতী বানরটিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়ায় বণ্যপ্রানী রেসকিউ সেন্টারে রাখা হবে। তার শারিরিক অবস্থা ভাল থাকলে আজ শনিবার লাউয়াছড়ায় অবমুক্ত করা হবে। এরআগে একই ভাবে ৩শ কিমি দূরের সুনামগঞ্জ থেকে একটি চিতা বিড়াল বনবিভাগের সহযোগিতায় উদ্ধ্বার করে স্ট্যান্ড ফর আওয়ার এন্ডেঞ্জার্ড ওয়াইল্ডলাইফ (এসইডাব্লিউ)।
স্ট্যান্ড ফর আওয়ার এন্ডেঞ্জার্ড ওয়াইল্ডলাইফ (এসইডাব্লিউ) এর সদস্য এবং প্রানীটি উদ্ধারকারী দলের সদস্য খোকন থৌনাউজম জানান- বৃহস্পতিবার জানতে পারি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদারঘাট ইউনিয়নের লাউরগড় গ্রামে জনৈক বাবুল মিয়ার বাড়িতে একটি লজ্জাবতি বানর আটকে রাখা হয়েছে। খবর পেয়ে প্রথমে আমরা বাবুল মিয়ার সাথে যোগাযোগ করে তাকে বোঝাতে চেষ্টা করি এবং বানরটি ছেড়ে দিতে অনুরোধ করি। তাতে সাড়া না দিলে তাকে জানাই প্রচলিত বন্য আইনে যে কোন বন্য প্রানী পালন, ধরা, হত্যা দন্ডনীয় অপরাধ। তাতেও সাড়া না দিলে আমরা বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম স্যারকে জানাই। এবং বানরটি উদ্ধার অভিযানে যাওয়ার আগ্রহ প্রকাশ করি। বরাবরের মতন রেজাউল স্যার তাৎক্ষনিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং অভিযানের নির্দেশ দেন।
পরবর্তীতে স্যারের দিক-নির্দেশনায় শুক্রবার (২৮ মে) সকাল আটটার দিকে বন বিভাগের আনিসুজ্জামান ( ফরেস্টার, জানকিছড়া), তাজুল ইসলাম এবং টিপলু দেবসহ টিম SEW এর আমি এবং সোহেল শ্যাম পাপ্পু উদ্ধার অভিযানে যাই। উদ্ধার শেষে বানরটিকে লাউয়াছড়া জানকিছড়ায় রেসকিয় নিয়ে সেন্টারে নিয়ে যাচ্ছি।
বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান- বানরটি উদ্ধার করা হয়েছে। তারে পর্যবেক্ষন করে যদি সুস্থ মনে হয় তাহলে আগামীকাল অবমুক্ত করে দেওয়া হবে নয়তো কয়েকদিন প্রয়োজনীয় সেবা এবং চিকিৎসা দেওয়া হবে।