সাংবাদিকের চাচা খুন : দুবৃর্ত্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি এসএমএস মিডিয়া’র
সময় সিলেট ডেস্ক :
সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুর রতনপুর ব্রিকফিল্ডের ব্যবস্থাপক ধিরাজ পালকে দিনদুপুরে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। ধিরাজ পাল ইমজার সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক বণিকবার্তার সিলেট ব্যুরো প্রধান দেবাশীষ দেবু’র আপন চাচা।
শুক্রবার (২৮ মে) জুম্মার নামাজের সময় ম্যানেজার পদমর্যাদার ওই কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর আহত করে লুটপাট চালায় দুবৃর্ত্তরা। এরপর তারা নিরাপদেই স্থান ত্যাগ করে বলে প্রাথমিকভাবে জানা যায়। পরে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলেও প্রাণে বাঁচানো যায়নি।
এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ এবং দুবৃর্ত্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেছেন- এসএমএস মিডিয়া’র নেতৃবৃন্দ।
এসএমএস মিডিয়া লিমিটেড সিলেট-এর চেয়ারম্যান দানবীর সেলিম জে আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর আ ক ম এনামুল হক মামুন এবং পাবলিসিটি এন্ড পাবলিকেশন্স ডিরেক্টর সাইফুল ইসলাম রানা স্বাক্ষরিত বিবৃতি নেতৃবৃন্দ বলেন- ‘সামান্য কটা টাকার জন্য দিনদুপুরে এমন হত্যা হতে পারে না। এই খুনের ঘটনা রহস্যজনক।’
নেতৃবৃন্দ প্রত্যাশা করেন- পুলিশ দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে খুনীদের সামনে নিয়ে আসার পাশাপাশি এই ঘটনার নেপথ্যে কারা আছে তাও খতিয়ে দেখবে। তাছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের আরও সক্রিয়তাও প্রত্যাশা করে এসএমএস মিডিয়া’র নেতৃবৃন্দ।