ন্যাপ নেতা ইসহাক আলী’র ৪র্থ মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি :
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর কেন্দ্রীয় সদস্য, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাটিবাংলা মুক্তিযুদ্ধা সমিতির উপদেষ্টা, সাবেক কাস্টমস অফিসার মরহুম ইসহাক আলী’র ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের উদ্যেগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল বৃহস্পতিবার (২৭ মে) সিলেট নগরীর জালালাবাদ আবাসিক এলাকায় মরহুমের গফুর ভবনে অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন- পীর মহল্লা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফিজ মাওলানা হারুনুর রশীদ।
এদিকে, পরদিন শুক্রবার বাদ জুমা মরহুম ইসহাক আলী’র গ্রামের বাড়ি সিলেটের বিয়নীবাজার উপজেলার মাথিউরা রায়বাসী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে স্থানীয় মুরব্বীয়ান, রাজনীতিবিদ, সমাজসেবী, গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও যুব সমাজ’সহ এলাকার মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুম ইসহাক আলী’র রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন- রায়বাসী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা হোসাইন আহমদ। পরে শিরনী বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে সর্বমহলের সুধীজন উপস্থিত হওয়ায় মরহুমের ছেলে ন্যাপ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ইসমত ইবনে ইসহাক সানজিদ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।