দক্ষিণ সুরমায় গরুর গোয়ালে দুষ্কৃতিচক্রের আগুন : পুলিশের ঘটনাস্থল পরিদর্শন
বিশেষ সংবাদদাতা :
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের রাউৎকান্দি গ্রামে দুষ্কৃতিকারীর দেয়া আগুনে অল্পের জন্য ঘুমন্ত মানুষ এবং ৪ লক্ষ টাকার গরু’সহ বসতঘর রক্ষা পেয়েছে। তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে না আসলে বৈদ্যুতিক সংযোগ থেকে ঘটতে পারত বড় ধরণের দূর্ঘটনা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়- রাউৎকান্দি গ্রামের মুস্তাফা মিয়ার (৫২) বাড়িতে শনিবার (২৯ মে) আনুমানিক রাত ১১ ঘটিকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান- মোস্তাফা মিয়ার পরিবারের জীবিকার একমাত্র উৎস এই গরুগুলোর দিকে দুষ্কৃতিচক্রের কুদৃষ্টি ছিল। শনিবার রাতে তাই দুষ্কৃতিকারীরা মোস্তাফা মিয়ার বাড়ির গরুর গোয়ালে আগুন দেয়। তাৎক্ষণিক প্রতিবেশীরা পানি ও বালু ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনলেও কয়েকটি গরুর শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। এসময় স্থানীয়রা ৪ লক্ষ টাকার গরু এবং পাশের ঘরে ঘুমিয়ে থাকা মোস্তাফার ছেলে মাশরাফি মিয়ার আহমদ (১৫) কে উদ্ধার করে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন।
পরে মোগলাবাজার থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় মোস্তাফা মিয়ার চাচাতো ভাই এমরান মিয়া (৩৫) এবং বড় ছেলে মাছুম আহমদ (২৫) কয়েকজন দুষ্কৃতিকারীকে পালিয়ে যেতে দেখেছেন এবং তাদেরকে চিনতে পেরেছেন বলে থানা পুলিশকে জানিয়েছেন।
মোগলাবাজার থানার এএসআই সানাউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- ঘটনাস্থল তদন্ত করা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।