সিলেটে তরুণীকে ধর্ষণের অভিযোগে সেনা সদস্য গ্রেপ্তার
নগর সংবাদদাতা :
সিলেট নগরের বন্দরবাজারের একটি হোটেলে তরুণীকে ধর্ষণচেষ্টা ও পূর্বে একাধিকবার ধর্ষণের অভিযোগে এস কে রাগীব উদ্দিন নামে সেনাবাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করেছে সিলেটের কোতোয়ালি থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ওই সেনা সদস্য সুনামগঞ্জের তাহিরপুরের নুনাই এলাকার রইছ উদ্দিনের ছেলে। রোববার (৩০ মে) রাত সাড়ে ৯ টার দিকে বন্দরবাজার থেকে তাকে আটক করা হয়।
জানা যায়- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার এক তরুণীর সাথে ৪ বছর যাবৎ প্রেমের সম্পর্ক ছিল ওই সেনা সদস্যের। দীর্ঘদিনের প্রেমের সুবাদে ওই তরুণী রোববার (৩০ মে) দুপুরে বন্দরবাজারের হোটেল মজলিসে প্রেমিকের সাথে দেখা করতে যান। পরে সন্ধায় ওই তরুণীকে ফের বিয়ের প্রস্তাব দিয়ে ধর্ষণ করতে চাইলে সে নারাজ হয়। পরে মেয়ে চিৎকার দিলে সেনাবাহিনী সদস্য এস কে রাগীব পালিয়ে যায়। তবে এলাকার লোকজন তাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কোতায়ালি থানার বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোস্তাফিজের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে থাকে আটক করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতায়ালি থানার ওসি এস এম আবু ফরহাদ বলেন- বন্দরবাজারে হোটেল মজলিসে এক তরুণীকে ধর্ষণচেষ্টা ও পূর্বে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় এস কে রাগীবকে একমাত্র আসামি করা হয়েছে। তিনি আরও বলেন- ওই তরুণীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে।