মাষ্টার নুরুল ইসলাম বুলবুল-এর ইন্তেকাল : আইকন ফাউন্ডেশনের শোক প্রকাশ
সংবাদ বিজ্ঞপ্তি :
সামাজিক সংগঠন আইকন ফাউন্ডেশনের অন্যতম এওয়ার্ডপ্রাপ্ত সদস্য লুৎফুল করীম রাজ্জাক-এর পিতা, গোয়াইনঘাট উপজেলার অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাস্টার নুরুল ইসলাম বুলবুল ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রবিবার (৩০ মে) রাত ১০টায় সিলেট উসমানী হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি ৫ ছেলে ও ৩ মেয়ে সন্তানের জনক ছিলেন।
পরদিন সোমবার সকাল ১০টায় চতুল (কানাইঘাট) ঈদগাহ মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানের দাফন করা হয়।
এদিকে মাস্টার নুরুল ইসলাম বুলবুল-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন- আইকন ফাউন্ডেশন-এর চেয়ারম্যান আবু বকর সিদ্দীক, সহ-সভাপতি মনসুর বিন সালেহ, সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ, সহ-সাধারন সম্পাদক আব্দুল কাইয়্যুম সরকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক সৈয়দ জাকির বিল্লাহ, প্রচার সম্পাদক আব্দুল করিম হেলালী, আব্দুর রহমান নাদিম ও মোহাম্মদ আব্দুল্লাহ।
শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।