হাবিপ্রবিতে ১০ জুন থেকে সশরীরে পরীক্ষা শুরু
বিশেষ সংবাদদাতা :
আগামী ১০ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. ফজলুল হক।
তিনি বলেন- আগামী ১০ জুন থেকে যে কোনো অনুষদ কিংবা বিভাগ চাইলে পরীক্ষা নিতে পারবে। তবে অনলাইনে পরীক্ষা নেয়ার কোনো সুযোগ নেই। পরীক্ষা চলাকালীন সময়ে হল সমূহ বন্ধ থাকবে। অর্থ্যাৎ শিক্ষার্থীদের নিজ উদ্যোগে মেসে কিংবা বাসায় থেকে পরীক্ষায় অংশ নিতে হবে। এছাড়া পরীক্ষা দেয়ার আগে মুসলেকা জমা দিতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তার সাথে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও পরিবহন পুলের বাস চলাচল করবে।
তিনি আরও জানান- অকার্যকর ফি সমূহ নেয়া হবে না। অর্থ্যাৎ পূর্বের সিদ্ধান্তই বলবৎ রয়েছে। বিদেশী শিক্ষার্থীরা যাতে পরীক্ষায় অংশ নিতে পারে সেজন্য সংশ্লিষ্ট অনুষদের ডিন/ চেয়ারম্যানদের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া কোন ব্যাচের পরীক্ষা আগে কিংবা পরে হবে তা নির্ধারণ করবে সংশ্লিষ্ট ডিন ও চেয়ারম্যানবৃন্দ।
এদিকে, সোমবার (৩১ মে) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স রুমে হাবিপ্রবি রুটিন দায়িত্ব প্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সকল অনুষদের ডিন’দের সাথে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধান্তক্রমে আগামী ১০ জুন থেকে সকল অনুষদে স্থগিত পরীক্ষাগুলো সশরীরে অনুষ্ঠিত হবে।