ইসরায়েলে কনসার্ট বর্জন করলেন ৬ শতাধিক সংগীতশিল্পী
বিনোদন ডেস্ক :
সম্প্রতি গাজার আল-আকসা মসজিদে নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চালানো হামলার প্রতিবাদে ৬ শতাধিক আন্তর্জাতিক সংগীতশিল্পী দেশটিতে কনসার্ট বর্জন করতে আহ্বান জানিয়েছেন। এমনকি তারা এক চিঠিতে বয়কটের ঘোষণা দিয়ে স্বাক্ষর করেছেন। কনসিকোয়েন্স সাউন্ডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ‘পিংক ফ্লয়েড’-এর রজার ওয়াটার্স, ‘সিস্টেম অব ডাউন’-এর সার্জ টানকিয়ান, ‘মেশিন’-এর রেজ এগেইনস্ট, রান দ্য জুয়েলসের মতো বিখ্যাত তারকারা।
চিঠিতে শিল্পীরা বলেছেন- ন্যায়, সাম্য ও মর্যাদার আলোকে ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠা করতে এগিয়ে আসতে হবে সবাইকে। কারণ তারা দীর্ঘদিন ধরে ঔপনিবেশিক শক্তির সহিংসতার ভেতরে বসবাস করছে।
তারা আরও বলেছেন- ‘ইসরায়েলের যুদ্ধাপরাধের বিরুদ্ধে আমরা নীরবতা দেখতে পাচ্ছি। কিন্তু গাজায় তাদের হামলায় ২৪৫ জনের বেশি মানুষের নিহত হওয়ার খবরে এমনটা কাঙ্ক্ষিত নয়। ফিলিস্তিনিদের জোরপূর্বক ঘরছাড়া করার ব্যাপারে এ নীরবতা কখনও মেনে নেওয়া যাবে না।’
শিল্পীরা চিঠির এ বলে শেষ করেন- আপনাকে আমরা আমাদের সঙ্গে যুক্ত হতে আহ্বান করছি। ইসরায়েলের সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান করছি। ফিলিস্তিনিরা যেন মানবাধিকার, সার্বভৌমত্ব ও স্বাধীনতা ফিরে পান সে জন্য কাজ করার আহ্বান করছি।