জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সিলেট ছাত্রদলের শিক্ষা সামগ্রী বিতরণ
নগর সংবাদদাতা :
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে অসহায়-দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৩১ মে) বিকাল ৫টায় নগরীর একটি এতিমখানা মাদরাসার ছাত্রদের মধ্যে এই শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি মাসরুর রাসেল, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রানা আহমদ রুস্তুম, শাহীন আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মুকিত তুহিন, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুছ ছামাদ, মো. হাফিজুর রহমান চৌধুরী, আফসার শহিদ চৌধুরী সায়েম, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বায়েজীদ আহমদ চৌধুরী, মো. রাহেল আহমদ, মো. আবুল হাসান রাসেল, ফাহাদ আহমদ, আমিনুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম মো. জহির, ইমরান আহমদ ইমু, আশিকুর রহমান, ইমাদ আহমদ, দেলোয়ার আহমদ, জেলা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. শরিফ উদ্দিন মুন্না শাহ, মহানগর ছাত্রদলের সহ- তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশরাফুল আলম মাহি, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সাদিকুর রহমান সালমান, মহানগর ছাত্রদলের সহ-আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপক ঘোষ, জেলা ছাত্রদলের সদস্য আবুল কাশেম, জুম্মান আহমদ রিপন, সাইফুল ইসলাম সাদি, মদন মোহন কলেজ ছাত্রদল নেতা রাসেল আহমদ প্রমুখ।