‘ভাই’ সম্বোধনে আপত্তি : ‘স্যার’ না বলায় মনঃক্ষুণ্ন কৃষি কর্মকর্তা
সময় সংগ্রহ :
‘স্যার’ না ডেকে ‘ভাই’ বলে সম্বোধন করায় স্থানীয় এক সাংবাদিকের ওপর মনঃক্ষুণ্ন ও ক্ষুব্ধ হয়েছেন মাদারীপুরের শিবচর উপজেলায় দায়িত্বরত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনিরুদ্ধ দাশ।
রোববার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে শিবচরে বোরো ধান চাষের আবাদ সম্পর্কে তথ্য আনতে গিয়ে সাংবাদিক তার ভিজিটিং কার্ড হাতে দিয়ে ‘ভাই’ বলে সম্বোধন করেন কৃষি কর্মকর্তাকে। এ সময় তিনি ওই সাংবাদিককে বলেন— ‘আপনাদের ভাই বলে ডাকার রেওয়াজ আর গেল না, আমাদের এই চেয়ারে বসতে অনেক কষ্ট করতে হয়েছে’।
পরে সাংবাদিকের সঙ্গে কোনো কথা না বলে তিনি বিভিন্ন জায়গায় মোবাইলে কল করতে থাকেন। পরে প্রায় সাত/আট মিনিট পরে তিনি ওই সাংবাদিককে বলেন কি তথ্য লাগবে আপনার? পরে অফিসের কর্মচারীকে ডেকে তার সঙ্গে যেতে বলেন ও কর্মচারীকে ওই তথ্য দিতে বলেন।
স্থানীয় সাংবাদিক রফিকুল ইসলাম বলেন— ‘আমি তো কোনো ব্যক্তিগত কাজে যাইনি, আমি দেশের জনগণের জন্য গেছি। তাকে ভাই বলায় তার মুভমেন্ট পরিবর্তন হয়ে গেছে। এবং সে এটাও বলেছে আপনাদের ভাই বলে ডাকার রেওয়াজ আর গেল না, আমাদের এ চেয়ারে বসতে অনেক কষ্ট করতে হয়েছে। তাহলে ভাই বলা কি? তাকে স্যার কেন বলতেই হবে’।
অনিরুদ্ধ দাশ ফোনে বলেন— ‘স্যার বলা একটি ভদ্রতা। ভদ্রতা না করলে তাকে কী বলে বলেন। আমি তো তার কাজ করে দিয়েছি এটা নিয়ে আবার কি হলো!’
তার কাছে জানতে চাওয়া হয়— ভাই বলা কি ভদ্রতা না? তিনি এই কথার উত্তরে বলেন— ‘আমি কী সেটা বলছি। যাই হোক আমি আপনার কথা বুঝতে পেরেছি’। বলে ফোন রেখে দেন।
মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন জানান— ‘তার এটা বলার কথা না। যাই হোক কিছু মনে করবেন না, আমি বলে দেব। ভবিষ্যতে যেন এটা না করে। বিষয়টি আমি দেখছি। অল্প বয়স হলে যা হয়’।