ছাড়া পেলেন শতাধিক খুনের আসামি সেই ‘মাফিয়া বস’
আন্তর্জাতিক সময় :
২৫ বছর পর কারাগার থেকে ছাড়া পেয়েছেন ইতালির বিখ্যাত মাফিয়া জিওভানি ব্রুস্কা। ৬৪ বছর বয়সী এ অপরাধীকে সোমবার মুক্তি দেওয়া হয়।
বিবিসি জানিয়েছে- সিসিলিয়ান মাফিয়া গ্রুপ কোসা নস্ট্রার গুরুত্বপূর্ণ এ সদস্য ‘কসাই’ নামে পরিচিত। অ্যাসিড দিয়ে ভয়ংকরভাবে এক শিশুর শরীর ঝলসে দেওয়ার মতো অপরাধও করেছেন ব্রুস্কা।
১০০ জনের বেশি লোককে খুন করেছেন বলেও স্বীকার করেছেন তিনি। তার মধ্যে ইতালিতে মাফিয়া-বিরোধী শীর্ষ প্রসিকিউটর জিওভানি ফ্যালকনকে গুপ্তহত্যার সঙ্গেও জড়িত ব্রুস্কা।
১৯৯২ সালে এক বোমা বিস্ফোরণ ঘটিয়ে ইতালির শীর্ষস্থানীয় মাফিয়া বিরোধী তদন্তকারী, বিচারক জিওভানি ফ্যালকনকে হত্যা করেন তিনি। যা দেশটির সবচেয়ে কুখ্যাত খুনের একটি। এই হামলায় ফ্যালকনের স্ত্রী ও তিন বডিগার্ডও নিহত হন।
১৯৯৬ সালে গ্রেফতার হওয়া ব্রুস্কা পরে শাস্তি কমাতে রাজস্বাক্ষী হন। ১৯৮০ থেকে ১৯৯০ সালের মধ্যে সংগঠিত বিভিন্ন মাফিয়া চক্রের হামলার জন্য দায়ী গ্যাংস্টারদের সন্ধান দিতে তদন্তকারীদের সাহায্য করেন তিনি।
২৫ বছর পর ব্রুস্কার মুক্তিতে ক্ষোভ প্রকাশ করেছেন তার হাতে ভুক্তভোগী আত্মীয়-স্বজনরা। এখন তিনি চার বছর প্যারোলে থাকবেন।