সিসিকের কর্মচারীদের সাথে রিকশা শ্রমিকদের তুমুল সংঘর্ষ-ভাংচুর
নগর সংবাদদাতা :
অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযানে নেমেছে সিলেট সিটি করপোরেশন। বুধবার (২ জুন) দুপুরে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে কোর্ট পয়েন্ট’সহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় বেশ কয়েকটি ব্যাটারী চালিত রিকশা আটক করা হয়। সিসিকের অভিযানের খবর পেয়ে ব্যাটারী চালিত রিকশা চালকরা মিছিল সহকারে সিসিকের ভেতরে প্রবেশ করতে চাইলে সিসিকের প্রধান ফটক বন্ধ করে দেয় নিরাপত্তা রক্ষীরা।
এসময় উত্তেজিত চালকরা বাহির থেকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে সিসিকের কর্মচারীরা সিসিকের ভেতর থেকে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে।
এসময় সিসিকের কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। একপর্যায়ে শ্রমিকদের একটি পক্ষ নগরীর বারুতখানা এলাকায় অবস্থান নেয়। এসময় তারা প্রায় ২০ মিনিট সড়কে অবস্থান নেয়। সড়ক দিয়ে কোন ধরনের যানবাহন চলতে দেয়নি শ্রমিকরা। খবর পেয়ে কোতোয়ালি থানার একটি দল বারুতখানা এলাকায় আসা মাত্র শ্রমিকরা পালিয়ে যায়।