শ্রীমঙ্গলের সিন্দুর খান সড়কে লকডাউন : দোকানপাট বন্ধ
শ্রীমঙ্গল সংবাদদাতা :
করোনাভাইরাস সংক্রমণ রোধে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে একটি সড়কের সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানে লকডাউন জারি রেখেছে উপজেলা প্রশাসন।
২ জুন দিবাগত রাত দেড়টার দিকে এই লকডাউন শুরু হয়। চাঁপাইনবাবগঞ্জফেরত ৩৪ জনের করোনা পরীক্ষা করার পর ১২ জনের করোনা শনাক্তের পরই লকডাউন কার্যকর করা হয়।
শনিবার (৫ জুন) দুপুরে লকডাউন হওয়া এলাকা ঘুরে দেখা গেছে- প্রতিটি দোকানের সামনে লকডাউন স্টিকার লাগানো। বন্ধ রয়েছে লকডাউন হওয়া সব দোকান।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যসচিব সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন- শ্রীমঙ্গল উপজেলায় এ পর্যন্ত মোট ৩৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৯৫ জন। করোনা পজিটিভ হয়ে উপজেলায় মৃত্যু হয়েছে ৬ জনের। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে একজন রোগী ভর্তি রয়েছেন।
সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন- ‘ঈদের আগে পরিবারের সঙ্গে ঈদ করতে শ্রীমঙ্গল থেকে চাঁপাইনবাবগঞ্জ গিয়েছিলেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। ঈদের পর তাঁদের শ্রীমঙ্গল ফেরার খবর আমাদের কাছে এলে আমরা তাঁদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করি। এঁদের মধ্যে ১২ জন করোনা পজিটিভ শনাক্ত হন। তাঁদের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ দেওয়া হচ্ছে।’