বাজেটকে স্বাগত জানিয়ে সিলেট জেলা যুবলীগের আনন্দ মিছিল
সংবাদ বিজ্ঞপ্তি :
২০২১-২০২২ সালের বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে সিলেট জেলা যুবলীগ। বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদের সামন থেকে মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবারও জেলা পরিষদের সামনে এসে পথসভায় মিলিত হয়।
সভায় বক্তব্য দেন- সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক শামীম আহমদ।
এসময় তারা এবারের বাজেটকে একটি গণমুখী বাজেট হিসাবে অভিহিত করে বলেন- এই বাজেট বাস্তবায়িত হলে দেশের উন্নয়ন আরও তরান্বিত হবে। পাশাপাশি কর্মসংস্থান আরও বৃদ্ধি পাবে, বেকার সমস্যা অনেকটাই সমাধান হবে।
নেতৃবৃন্দ এবারের বাজেট বাস্তবায়নে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।