পাকিস্তান যুক্তরাষ্ট্রকে কোনো ঘাঁটি করতে দেবে না
আন্তর্জাতিক সময় :
আফগানিস্তানে সন্ত্রাস-বিরোধী কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি স্থাপন করতে দেবে না পাকিস্তান। দেশটির শীর্ষ এক কর্মকর্তা বলেন- যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে। তারাও বিষয়টি নিয়ে আলোচনার চেষ্টা বন্ধ করে দিয়েছে।
সম্প্রতি দুই দেশের মাধ্যমে উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। এ সম্পর্কে অবগত রয়েছেন এমন কয়েকজন পাকিস্তানি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গতকাল মঙ্গলবার ভয়েস অব আমেরিকাকে কিছু তথ্য দেন।
জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত এক কর্মকর্তা বলেন- ‘হ্যাঁ, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে এবং আমরা তাদের বলেছি, আমরা কোনো ধরনের সন্ত্রাসবাদ চাই না তবে কোন ঘাঁটি দেওয়া সম্ভব নয়। তারাও ঘাঁটি প্রসঙ্গ উত্থাপন আর করছে না।’
১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব আমেরিকান সৈন্য প্রত্যাহার করা হবে— মধ্য এপ্রিলে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তখন থেকে সামরিক স্থাপনা তৈরি নিয়ে তার জাতীয় নিরাপত্তা টিম আঞ্চলিক মিত্র দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে আসছিল।