সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে বসানো হয়েছে পুলিশের বিশেষ চেকপোস্ট
কোম্পানীগঞ্জ সংবাদদাতা :
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত, ছিনতাই ও মাদক নির্মূলে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে খাগাইল নামক স্থানে বসেছে সিলেট জেলা পুলিশের বিশেষ চেক পোস্ট।
মঙ্গলবার (৮ জুন) বিকাল ৫টায় গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রবাস কুমার সিংহ’র নেতৃত্বে পুলিশের বিশেষ চেকপোস্ট বসানো হয়।
গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রবাস কুমার সিংহ দিনভর মাঠে অবস্থান করে পুলিশি তৎপরতা তদারকি করেন। এ সময় ট্রাফিক পুলিশ ৫টি মোটরসাইকেল, ৫টি সিএনজি চালিত অটোরিকশাকে মামলা, জরিমানা ও আটক করে।
পুলিশ চেকপোস্ট অবস্থানকালে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে এএসপি প্রবাস কুমার সিংহ বলেন- সিলেটের পুলিশ সুপার (এসপি) ফরিদ উদ্দিন (পিপিএম) মহোদয়ের নির্দেশে বসানো হয়েছে এই চেকপোস্ট। এই চেকপোস্ট সাদাপাথর পর্যটনকেন্দ্রে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত, ছিনতাই ও মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও বিভিন্ন ব্যক্তি এবং যানবাহন তল্লাশির মাধ্যমে লাইসেন্স বিহীন মোটরযান, লাইসেন্সবিহীন চালক ও অপরাধীদের শনাক্তে পুলিশের একটি টিম সর্বদা দায়িত্ব পালন করবে।
এসময় কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক কেএম নজরুল, শহর মোটরযান পরিদর্শক মারেকুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক মিজানুর রহমান’সহ কোম্পানীগঞ্জ থানা ও সালুটিকর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।