আ’লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন হাবিবুর রহমান হাবিব
বিশেষ সংবাদদাতা :
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের আসন্ন উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব।
মঙ্গলবার (৮ জুন) সকালে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে তিনি মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তিনি দলের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যবিধির জন্য দলীয় নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষী কাউকে সাথে নিতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া চান।
এছাড়া হাবিবুর রহমান হাবিব আশা প্রকাশ করে বলেন- দলীয় সভানেত্রী তার দীর্ঘদিনের দল ও মানুষের জন্য করে যাওয়া কাজকে মূল্যায়ন করে তাকে নৌকা প্রতিক উপহার দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিবেন।