সিলেটে পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি :
জাতীয় শ্রমিকলীগের অন্তর্ভুক্ত বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন সিলেট, সুনামগঞ্জ ও আংশিক মৌলভীবাজার জেলা শাখার নবনির্বাচিত কমিটির কার্যক্রম শুরু উপলক্ষে হযরত শাহজালাল রহ. এর মাজার জিয়ারত এবং এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১০ জুন) বাদ আছর সিলেট প্রধান ডাকঘর মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন সিলেট, সুনামগঞ্জ ও আংশিক মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো. মানিক মিয়া, সহ-সভাপতি মামুনুর রশীদ, কার্যকরী সভাপতি ফুল মিয়া, সম্পাদক ছাদিক আহমেদ, যুগ্ম-সম্পাদক জামাল হোসেন, নীল কান্তি দেব, সহ-সম্পাদক হারুন মিয়া, হানিফ মিয়া, এনামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শায়েখ আহমদ, আব্দুস সালাম, অর্থ সম্পাদক লুৎফুর রহমান খান পাঠান, প্রচার সম্পাদক আবুল কালাম, দপ্তর সম্পাদক কামাল মিয়া, ক্রীড়া সম্পাদক মোহিত লাল রায়, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, সমাজ কল্যাণ সম্পাদক শাহীন আলী, নির্বাহী সদস্য সোহেল আহমদ (১), সেলিম আহমদ, ছালেহ আহমদ, সোহেল আহমদ (২) প্রমুখ।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সৈয়দ মোত্তাকিম আলী, মুজিবুর রহমান খান পাঠান, নিজাম উদ্দিন, আব্দুল হাই, আব্দুছ ছত্তার, আবু তাহের, নেছার আলী, মহসিন আলী, সিদ্দিকুর রহমান, তাজুল ইসলাম, আবুল হোসেন।
মিলাদ শেষে দেশ ও জাতির মঙ্গল কামানা এবং মহামারি করোনা ভাইরাসে মৃত ব্যক্তিদের রূহের মাগফেরাত ও আক্রান্তদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন প্রধান ডাকঘর মসজিদের ইমাম মাওলানা রাজুল ইসলাম।
পরে নেতৃবৃন্দ হযরত শাহজালাল রহ. এর মাজার জিয়ারত করেন।